Hindustan Times
Bangla

পুরনো বন্ধু জাভেদ আখতারের জন্মদিনে বিশেষ পার্টি অনিলের বাড়িতে, যোগ দিলেন কারা

লেখক, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতারের জন্মদিনে বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন অভিনেতা অনিল কাপুর।

পার্টিতে হাজির ছিলেন অনিল কন্যা এবং জামাই সোনম ও আনন্দ।

এসেছিলেন মাধুরী দীক্ষিতও।

এ দিন পার্টিতে সপরিবারে হাজির হয়েছিলেন জাভেদ আখতার। শাবানা আজমি, ফারহান, শিবানী যোগ দিয়েছিলেন।

স্ত্রী শাবানা আজমির সঙ্গে জাভেদ।

যোগ দিয়েছিলেন শঙ্কর মহাদেবন।

বনি কাপুর এবং সঞ্জয় কাপুর সহ আরও অনেকে পার্টিতে হাজির হয়েছিলেন।