By Subhasmita Kanji
Published 11 Sep, 2023

Hindustan Times
Bangla

জওয়ান খ্যাত অভিনেত্রী নয়নতারার সৌন্দর্যে মুগ্ধ সবাই। কিন্তু তাঁর কটা গাড়ি, বাড়ি এবং কী কী সম্পত্তি আছে জানেন? 

নয়নতারার কাছে কোটির মূল্যে একটি বাড়ি সহ গাড়ি এমনকি একটা প্রাইভেট জেট পর্যন্ত আছে। 

এই দক্ষিণী অভিনেত্রীকে লেডি সুপারস্টার বলা হয়ে থাকে। ওঁর দুর্দান্ত অভিনয়ের যে কত গুণমুগ্ধ আছেন তার ইয়ত্তা নেই। 

এই দক্ষিণী অভিনেত্রী জওয়ান ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন। হিন্দি সিনে দুনিয়ায় অভিষেক হওয়া মাত্রই নজর কেড়েছেন তিনি। শাহরুখ এবং তাঁর জুটি বেশ পছন্দ হয়েছে সবার। 

তবে তিনি কিন্তু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। দক্ষিণের অন্যতম সবথেকে বেশি আয় করা অভিনেত্রী হলেন নয়নতারা। 

এক একটি ছবির জন্য কয়েক কোটি টাকা নেন নয়নতারা। ফলে এখান থেকেই বুঝতেই পারছেন উনি কতটা আলিশান ভাবে জীবনযাপন করেন। 

চেন্নাইয়ে একটি দারুণ আলিশান বাড়ি কিনছেন নয়নতারা। শুধু তাই নয়, কেরল, হায়দ্রাবাদ এবং মুম্বইতেও তাঁর বাড়ি আছে। 

কেবল বাড়ি নয়, নয়নতারার গাড়ির কালেকশন চোখে ধাঁধা লাগিয়ে দেবে। তাঁর কাছে BMW ৭ সিরিজের গাড়ি সহ মার্সিডিজ, ফোর্ড, BMW ৫ সিরিজের গাড়ি, ইত্যাদি আছে। 

নয়নতারা প্রাইভেট জেট কিনেছেন। কাজের জন্য যেহেতু তাঁকে হামেশাই বাইরে যেতে হয় সেই জন্যই তিনি এটি কিনেছেন। 

না, নয়নতারা কেবল একজন অভিনেত্রী নন। তিনি ব্যবসায়ীও বটে। তাঁর একটি স্কিন কেয়ার কোম্পানি আছে, এখানে মূলত লিপ বাম তৈরি হয়। 

নয়নতারার সমস্ত সম্পত্তির মোট দাম প্রায় ২২ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় ১৮০ কোটি টাকা। 

এক একটি ছবির জন্য নয়নতারা প্রায় ১০ কোটি টাকা করে নেন। প্রতি বছর যদিও তিনি তাঁর ফিজ বাড়াতেই থাকেন।