By Subhasmita Kanji
Published 13 Sep, 2023

Hindustan Times
Bangla

অ্যাটলি পরিচালিত জওয়ান এখন চর্চার তুঙ্গে। কিন্তু তাঁর স্ত্রীকে চেনেন কি? 

অ্যাটলি কুমারের স্ত্রী কিন্তু ভীষণ সুন্দরী। তাঁর রূপের আগুন হার মানাতে পারে অভিনেত্রীদেরও। 

দক্ষিণের অন্যতম নামকরা পরিচালক হলেন অ্যাটলি। উনি অল্প ছবি বানালেও, যা যা ছবি বানিয়েছেন সব হিট করেছে। 

উদাহরণ হিসেবে জওয়ানকেই দেখুন। মাত্র ৬ দিনে বিশ্বজুড়ে ৬০০ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি। তরতরিয়ে বাড়ছে লাভ। 

তবে কেবল অ্যাটলির কাজ নয়, তিনি তাঁর ব্যক্তিগত জীবনের জন্যও বেশ বিখ্যাত। আর হবে নাই বা কেন তাঁর স্ত্রীকে যে ভীষণ সুন্দর দেখতে। 

অ্যাটলির বেটার হাফের নাম কৃষ্ণপ্রিয়া। উনি পেশায় একজন অভিনেত্রী। 

কৃষ্ণপ্রিয়াকে যে কেবল দেখতে সুন্দর সেটাই নয়, তিনি ওয়েস্টার্ন পোশাক পরুন বা সাবেকি সবেতেই তাঁকে দারুণ মানায়। 

অ্যাটলি আর কৃষ্ণপ্রিয়া মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একে অন্যের সঙ্গে ছবি দেন। আর তাঁদের লাভিডাবি ছবি কিন্তু বেশ নজর কাড়ে।

কৃষ্ণপ্রিয়ার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন অ্যাটলি। এরপর তাঁরা ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

এই বছরই অ্যাটলি এবং কৃষ্ণপ্রিয়ার সংসারে নতুন সদস্য এসেছে। তাঁদের সন্তান জন্মেছে এই বছর। 

কাজের পর বাকি সময়টা পরিচালক তাঁর স্ত্রী এবং সন্তানকেই দেন।