By
Published 11 Jun, 2023

Hindustan Times
Bangla

রামধনুর রঙে ধরা দিলেন কৌশিকের 'অর্ধাঙ্গিনী' জয়া আহসান। 

কখনও ব্লেজার টপ তো কখনও শাড়ি, সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় তুলছেন প্রায় ৪০ ছুঁয়ে ফেলা এই নায়িকা। 

ইনস্টাগ্রামে একগুচ্ছ রং বেরংয়ের ছবি শেয়ার করে জয়া লিখলেন 'রামধনুর উপরে।'

প্রথম ছবিতেই কালো ব্লেজার, প্যান্ট এবং শিমারি ক্রপ টপে বোল্ড লুকে ধরা দিলেন নায়িকা। 

কখনও আবার বসন্তের ছোঁয়া আনলেন ছবিতে। কমলা শাড়ি, হালকা গয়নায় হিল্লোল তুললেন ভক্তদের বুকে। 

হলদে শাড়িতে যেন অপরূপা এই পদ্মাপাড়ের নায়িকা। 

বাদ দিলেন না সাদা রঙের শাড়িও। তবে সাবেকিয়ানাতেও টাচ ছিল বোল্ড লুকের। 

হালকা বেগুনি শাড়িতে অমিত মুখে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। সঙ্গে ছিল ম্যাচিং ঝুমকা। 

দুধ সাদা শাড়ি আর কুন্দনের গয়নায় শেষ ছবিতে বাজিমাত করলেন জয়া আহসান।