By Sanjib Halder
Published 12 Jan, 2025
Hindustan Times
Bangla
মাঠের মধ্যেই গিটার সেলিব্রেশনে মাতলেন জেমিমা রডরিগেজ।
আসলে কেরিয়ারের প্রথম শতরান করেছেন জেমিমা, তারপরেই আনন্দে ভেসে গেলেন জেমিমা।
১৫১তম আন্তর্জাতিক ম্যাচে তিন অঙ্কের রানে পৌঁছেছেন জেমিমা রডরিগেজ।
এই ম্যাচে ৯১ বলে ১২টি চার মেরে ১০২ রানের ইনিংস খেলেন জেমিমা।
শতরান করার পরেই হেলমেট মাটিতে রেখে নিজের ব্যাটকে গিটারের মতো করেবাজাতে থাকেন।
জেমিমা রদ্রিগেজের কেরিয়ারের প্রথম সেঞ্চুরি, ভারতীয় মহিলা দলের কাছে ঐতিহাসিক হয়ে থাকবে।
জেমিমার শতরানের ইনিংসে ভারতের মহিলা দল তাদের সর্বোচ্চ স্কোর অর্জন করছে।
ODI ক্রিকেটে রেকর্ড-ব্রেকিং ৩৭০/৫ রান তুলল ভারতের মহিলা দল।
জেমিমা গিটার খুব ভালোবাসেন, সেই ভালোবাসাকেই মাঠে তুলে ধরলেন জেমিমা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন