By Priyanka Bose
Published 9 Apr, 2023

Hindustan Times
Bangla

৫ বছরে অবিশ্বাস্য বদল ছোট্ট 'উমা'র, যিশু কন্য়া সারা এখন কী করছেন

বয়স সবেমাত্র ১৮ বছর, আন্তর্জাতিক ফ্যাশান শোয়ে র‍্যাম্পে হেঁটে সাড়া ফেলেছেন অভিনেতা যিশু সেনগুপ্তর বড় মেয়ে

বিশ্বের বাছাই করা ১০০ জন সেরা মডেলের মধ্যে উঠে এসেছে যিশু সেনগুপ্তের মেয়ে সারা সেনগুপ্তর নাম

বিলাসবহুল ফ্যাশন সংস্থা 'ডিওর'-এর মডেল হয়ে র‍্যাম্পে হেঁটেছেন যিশু কন্যা

 ২০১৮ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'উমা'তে প্রথমবার অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত কন্যা 

তখন সারা ছিলেন কিশোরী, কিন্তু গত ৫ বছরে ছোট্ট সারা আপাদমস্তক বদলে গিয়েছেন

সেসময়ও সারার বয়স ছিল মাত্র ১৩ বছর। এরপর সে অবশ্য স্ক্রিনের সামনে আসেনি

ক্রিস্টিয়ান ডিওর ফ্যাশন সংস্থার তরফ থেকে আয়োজিত মঞ্চে একমাত্র বাঙালি হিসেবে হেঁটেছেন সারা

ইতিমধ্যে তারকা হওয়ার পথে পা বাড়িয়ে দিয়েছেন যিশু সেনগুপ্তের বড় মেয়ে