By Priyanka Bose
Published 2 Jun, 2023

Hindustan Times
Bangla

'ব্লাডি ড্যাডি' থেকে 'অসুর ২', জুনে ওটিটির পর্দা কাঁপাবে এই সিরিজগুলি

শাহিদ কাপুর অভিনীত আলি আব্বাস জাফর পরিচালিত ছবি 'ব্লাডি ড্যাডি'। ৯ জুন ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পাবে।

হনসল মেহতার পরিচালনায় ওয়েব সিরিজ 'স্কুপ'। ২ জুন নেটফ্লিক্সে মুক্তি।

ক্রিস হেমসওয়ার্থের আরেকটি মারাত্মক মিশনে 'এক্সট্রাকশন ২'-এ। ১৬ জুন নেটফ্লিক্সে  মুক্তি পাবে।

২ জুন জিও সিনেমায় মুক্তি 'মুম্বইকার ২'।

অনিল কাপুর এবং আদিত্য রায় কাপুর অভিনীত 'দ্য নাইট ম্যানেজার'-এর দ্বিতীয় সিজন ৩০ জুন ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে।

২০২০ সালে সিজন ১-এর সাফল্যের পরে আরশাদ ওয়ার্সি অভিনীত অপরাধমূলক সিরিজ 'অসুর ২'। ১ জুন জিও সিনেমায় মুক্তি পেয়েছে।

'দ্য পারফেক্ট ফাইন্ড' পার্ট ২ জুনে নেটফ্লিক্সে মুক্তি পাবে।

৮ জুন নেটফ্লিক্সে মুক্তি 'নেভার এভার আই হ্যাভ'-এর চতুর্থ সিজন।