Hindustan Times
Bangla

যিশুকে চুমু খাওয়ার আগে স্ক্রিনে এই অভিনেতাদের লিপ কিস করেছেন কাজল

ট্রায়ালে কাজলকে অনস্ক্রিন চুমু খেতে দেখে অনেকেরই চক্ষু চড়়কগাছ। ওটিটি-তে পা রাখতেই এ কী ভোলবদল হল!

অভিনেতা আলি খানকে  লিপ কিস করেছেন কাজল এই সিরিজে। সেই দৃশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ছয় নম্বর এপিসোডে স্বামীর চরিত্রে অভিনয় করা যিশু সেনগুপ্তকেও চুমু খেতে দেখা গিয়েছে কাজলকে।

তবে এই প্রথম মোটেও চুমু খেলেন না কাজল! এর আগেও তাঁকে দেখা গিয়েছে সহ-অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে। 

১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত বেখুদি ছবিতে কাজল লিপ কিস করেন তাঁর সহ অভিনেতা কমল সাদানাহকে। 

১৯৯৪ সালে ইয়ে দিললগি ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে একটি লিপ কিসের দৃশ্য ছিল কাজলের। বৃষ্টিতে ভিজে  দেখো জরা দেখো-র সেই সিন কেই বা ভুলতে পেরেছে!

ট্রায়ালে কাজলকে দেখা গেল একজন আইনজীবীর চরিত্রে। ডিজনি প্লাস হটস্টারে ১৪ জুলাই প্রিমিয়ার হয় এই সিরিজের।