Hindustan Times
Bangla

করণ-দৃশার রিসেপশনে চাঁদের হাট, হাজির দাদু ধর্মেন্দ্র থেকে আমির, সলমনরা

বলিউডে বিগ ফ্য়াট ওয়েডিং। মুম্বইয়ে তাজ ল্যান্ডস এন্ড-এ সানি পুত্র করণ দেওলের রিসেপশন পার্টির ঝলক-

১৮ জুন  দীর্ঘদিনের বন্ধু এবং প্রেমিকা দৃশার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন করণ। নাতির বিয়ের রিসেপশন পার্টিতে স্যুট-বুট পরে হাজির ধর্মেন্দ্র

করণ-দৃশার রিসেপশন পার্টিতে স্ত্রী টিনা এবং পুত্র আর্যমনকে সঙ্গে নিয়ে হাজির ববি দেওল। সম্পর্কে করণের কাকা হন ববি

 করণ-দৃশার রিসেপশনে হাজির বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান

গোটা অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন সানি দেওল স্বয়ং। অভিনেতা-পুত্রের রিসেপশনে চাঁদের হাট। হাজির বলিউডের ভাইজান সলমন খান।

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং এথনিক সাজে ধরা দিলেন করণ দেওলের রিসেপশনে। অভিনেতার বাবা জগজিৎ সিং ভবানী, মা অঞ্জু ভবানী এবং বোন ঋত্বিকা ভবানীকেও দেখা যায় এদিন।

দৃশা আচার্য এবং করণের রিসেপশনে হাজির অভিনেতা অনুপম খের।

বন্ধু ববি দেওলের সঙ্গে অনুপম খের