By Priyanka Bose
Published 11 Nov, 2023

Hindustan Times
Bangla

সিদ্ধার্থ, ভিকি থেকে জাহ্নবী, করণ জোহরের ধনতেরাস পুজোয় হাজির আর কারা

করণ জোহরের ধর্মা প্রোডাকশনের অফিসে ধনতেরাসের পুজো। হাজির হয়েছিল অনেক বলিউড তারকা।

অফ হোয়াইট চিকনকারি কাজের কুর্তা পরে পুজোয় যোগ দেন সিদ্ধার্থ মালহোত্রা।

সাদা কুর্তা-পাজামা পরে দেখা মেলে ইব্রাহিম আলি খানের।

হলুদ রঙের চিকনকারি কুর্তা পরে এ দিন দেখা গিয়েছে ভিকি কৌশলকে।

সিম্পল সিল্কের লেহেঙ্গা পরে করণের ধনতেরাসের পুজোয় যোগ দেন দুই বোন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর।

এ দিন পার্পেল এবং গোল্ডেন-সিলভার লেহেঙ্গা পরে দেখা মেলে জাহ্নবীর

বেবি পিঙ্ক রঙের লেহেঙ্গা পরে দেখা গিয়েছে সানায়া কাপুরকে

সাদা কুর্তা পরে পুজোয় যোগ দেন মণীশ পল।