Hindustan Times
Bangla

করণ, সানি থেকে সঞ্জয়, এই বলি তারকারা যমজ সন্তানের বাবা-মা

যমজ সন্তানের মা-বাবা একাধিক বলিউড সেলিব্রিটি। কারা কারা দেখে নিন-

যমজ সন্তানের বাবা শত্রুঘ্ন সিনহা। দুই ছেলের নাম লব এবং কুশ।

যমজ সন্তানের বাবা-মা সানি লিওনি এবং ড্যানিয়েল ওয়েবার। দুই ছেলের নাম আশের এবং নোয়া।

পরিচালক এবং প্রযোজক করণ জোহরের দুই ছেলের নাম যশ এবং রুহি।

সঞ্জয় দত্ত এবং মান্যতার যমজ সন্তানের নাম শাহারান এবং ইকরা।

অভিনেত্রী প্রীতি জিন্টার যমজ সন্তানের নাম জয় এবং জিয়া।

অভিনেত্রী সেলিনা জেটলির যমজ সন্তানের নাম উইন্সন এবং ভিরাজ।

ক্রুষ্ণা অভিষেকের যমজ সন্তানের নাম রিয়ান এবং কৃশাঙ্ক।

ঊর্বশী ঢোলাকিয়ার যমজ ছেলের নাম সাগর এবং ক্ষিতিজ।