Hindustan Times
Bangla

করিনার সঙ্গে সুইৎজারল্যান্ডের ছবি পোস্ট নাতাশার, চমকে যাওয়া মন্তব্য করলেন বেবো

সুইৎজারল্যান্ড ভ্রমণের বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নাতাশা পুনাওয়ালা।

কিছু দিন আগে সপরিবারে সুইৎজার বেড়াতে গিয়েছিলেন করিনা। একসঙ্গে পরিবারের সঙ্গে গিয়েছিলেন নাতাশাও।

বিদেশ ভ্রমণের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন নাতাশা।

সন্তান এবং পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণের ছবিতে বেশ হাসিখুশির মেজাজে দেখা যাচ্ছে নাতাশাকে।

করিনার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব নাতাশার। দেশে থাকলে একসঙ্গে প্রাশই পার্টিও করেন তাঁরা।

সাদা বরফের চাদরে মুড়ে রয়েছে সুইৎজারল্যান্ডের জেসদাদ। এই ছবিও শেয়ার করেছেন তিনি। পোস্টে বেবোর মন্তব্য, 'কান্না পাচ্ছে। খুব মিস করছি'।

সুইৎজারল্যান্ডে গিয়ে নানা রকমের খাবারের স্বাদ উপভোগ করেছেন, সেই টুকরো ছবিও শেয়ার করেছেন।