Hindustan Times
Bangla

মাত্র ১৩ বছর বয়সে প্রথম প্রেমে পড়েন করিনা, নায়িকার প্রথম প্রেমিককে চেনেন?

সইফ আলি খানকে বিয়ের আগে শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী করিনা কাপুর খান।

শাহিদের আগে খুব অল্প বয়সে একজনের প্রেমে পড়েছিলেন বেবো? সে কে জানেন?

২০০৩ সালে এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছিলেন, তাঁর প্রথম প্রেমিকের নাম ভিকি নিহলানি। তাঁকে জীবনসঙ্গীও করতে চেয়েছিলেন অভিনেত্রী।

অভিনেত্রী বলেছিলেন, 'ভিকি আমার সোল মেটের মতো। সব সময় আমার পাশে থেকেছে। আমার প্রথম প্রেম'। 

মাত্র ১৩ বছর বয়সে ভিকির প্রেমে পড়েছিলেন অভিনেত্রী। করিনার কথা, 'সেই সময় ভবিষ্যতের কথা কিছু ভাবিনি।'

ভিকি নিহলানি একজন অভিনেতা। 'আজ কে শেহেনশাহ' ছবিতে অভিনয় করেছেন তিনি। 

সিনেমা পরিচালক পহলাজ নিহলানির ছেলে ভিকি। সম্পর্কের কিছুদিনের মধ্যে ভিকি এবং করিনার ব্রেকআপ হয়ে যায়। 

একটি ইতালিয়ান মেয়েকে বিয়ে করেন ভিকি। বিয়ের কয়েক বছরের মধ্যে তাঁর স্ত্রী মারা যান। 

এরপর শাহিদ কাপুরকে ডেট করেন করিনা। কয়েক বছর সম্পর্কে থাকার পর তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়।

এরপর সইফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়ান করিনা। ২০১২ সালে তাঁরা বিয়ে করেন। দম্পতির দুই সন্তান তৈমুর এবং জেহ।