Hindustan Times
Bangla

২১ বছর বয়সে কেমন দেখতে ছিলেন প্রিয়াঙ্কা-করিনা, পুরনো ছবিগুলি দেখলে চমকে উঠবেন

সোশ্যাল মিডিয়ায় উঠেছে 'Me at 21' ট্রেন্ড। আর সেই ট্রেন্ডে গা ভাসিয়ে নিজেদের ২১ বছর বয়সের ছবি পোস্ট করলেন প্রিয়াঙ্কা চোপডা, করিনা কাপুর খানরা।

২১ বছর বয়সে নিজের ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, 'তখনই থেকেই অনেক কিছু শিখেছি'।

মডেলিংয়ের সময়কার কয়েকটি ছবি পোস্ট করেছেন দেশি গার্ল। সেই সময় ছিপছিপে ফিগার প্রিয়াঙ্কার।

বান্ধবী তামান্না দত্তর সঙ্গে ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, 'আমরা বাচ্চা ছিলাম তখন'।

শাহরুখ খানের সঙ্গে 'অশোকা' ছবি করার সময় করিনার বয়স ছিল ২১ বছর। তখনকার ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'সকাল থেকে ২১ অনুভব হচ্ছে'।

'অশোকা' ছবি থেকে নিজের একটি ছবি পোস্ট করে করিনা জানিয়েছেন তাঁর ২১ বছর বয়স ছিল সেই সময়।