By Priyanka Bose
Published 16 Sep, 2023

Hindustan Times
Bangla

কখনও থাই স্লিট পোশাক কখনও ফ্লোরাল শাড়ি, স্টাইলে একের পর এক চমক করিনার

ওটিটি-তে আত্মপ্রকাশ করছেন করিনা কাপুর খান। সৌজন্যে সুজয় ঘোষের ছবি 'জানে জান'।

রহস্য-রোমাঞ্চে মোড়া এই ছবি মুক্তি পাবে নেটফ্লিক্সে। আপাতত ছবির প্রোমোশন নিয়ে ব্যস্ত এই বলি সুন্দরী।

সব্যসাচীর কালেকশন থেকে এই শিফনের শাড়ি বেছে নিয়েছেন করিনা। এই শাড়ির পরেই ছবির প্রোমোশনে দেখা মিলেছে অভিনেত্রীর।

 জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট X’ অবলম্বনে তৈরি ‘জানে জান’।

ছবির অপর এক প্রোমোশনে রানি গোলাপি রঙের পা চেরা পোশাকে দেখা গিয়েছে বেবোকে। ক্রিস্টিয়ান লুবেটিনের এই পোশাকে বোল্ড, লাস্যময়ী লুকে ধরা দেন বেবো।

দ্বিতীয় বার মা হওয়ার পর এটাই করিনার কামব্যাক ছবি। খুন, তদন্ত, সম্পর্কের টানাপোড়েন, আর কালিম্পংয়ের কুয়াশার মতো ঘন রহস্য, সব রহস্য় ভেদ হবে ২১-শে।