Hindustan Times
Bangla

দোহায় হালকা নীল রঙের পোশাকে করিনা, নজর কাড়ল নায়িকার একটা জিনিস

জুয়েলারি ব্র্যান্ড এবং ঘড়ির এক্সিবিশনে যোগ দিতে দোহায় উড়ে গিয়েছেন অভিনেত্রী করিনা কাপুর খান।

ফ্য়ান পেজ থেকে অভিনেত্রীর কাতারের দোহা ভ্রমণের একগুচ্ছ ছবি শেয়ার করা হয়েছে।

করিনাকে ব্লু রঙের গাউন এবং জ্যাকেট পরে দেখা গিয়েছে এ দিন।

এ দিন করিনার পরা নেকপিস সকলের নজর কেড়েছে।

নেটফ্লিক্সে মুক্তি পয়েছে থ্রিলার ‘জানে জান’। যা দিয়ে ওয়েব ডেবিউ করেন অভিনেত্রী। এই সিনেমার পরিচালক ছিলেন সুজয় ঘোষ।

করিনার এই লুকের প্রশংসা করেছেন নেটিজেনরা।

পরপর ছবি এখন করিনার হাতে। যার মধ্যে রয়েছে দ্য বাকিংহাম মার্ডারস, দ্য ক্রু-এর মতো সিনেমা।