By Subhasmita Kanji
Published 21 Oct, 2023

Hindustan Times
Bangla

পরনে বধূবেশ। এদিকে চোখে রোদচশমা, হাটকে সাজে নজর কাড়লেন করিনা। 

করিনা কাপুর খান মানেই আলাদা কিছু। এবারও তার অন্যথা হল না। 

তাঁকে এদিন দেখা গেল মাসাবা গুপ্তার ব্রাইডাল কালেকশনে। 

করিনার পরনে সাদা লেহেঙ্গা, মাথা টায়রা, টিকলি, চোখে কাজল, কপালে টিপ। সঙ্গে হাতে চায়ের কাপ। চোখে সানগ্লাস। 

তিনি এদিন একাধিক লাল রঙের শাড়ি, লেহেঙ্গাতেও ধরা দেন। 

মাথায় ঘোমটা দিয়ে একটি ছবিতে বসে থাকতে দেখা যায় তাঁকে। 

লাল লেহেঙ্গায় সিলভার জরির কাজ, ভরাট কাজের ব্লাউজ, ওড়না পরেও দেখা যায় করিনাকে। সঙ্গে গলায় ম্যাচিং হার আর বড় টিপ পরেছিলেন তিনি। 

একটি ছবিতে তাঁকে তাঁর ওড়না শো অফ করতেও দেখা যায়।