Hindustan Times
Bangla

পতৌদি প্যালেসে রুটি আর বাগানের সবজি খাচ্ছেন করিনা, ছবিতে চমকে যাওয়া মন্তব্য সারার

শীত পড়তেই ছুটি কাটাতে দুই ছেলেকে নিয়ে পতৌদি প্যালেসে পৌঁছে যান সইফ-করিনা।

পতৌদি প্যালেসে ছুটি কাটানোর নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাগ করেছেন বেবো

প্যালেসে নানা রকমের দারুণ দারুণ খাবার উপভোগ করছেন

ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'মক্কি কি রোটি, সরষের শাক, আমাদের নিজেদের বাড়ির বাগান থেকে'।

অভিনেত্রী আরও জানিয়েছেন, এগুলি তাঁর পছন্দের জিনিসগুলির মধ্যে অন্যতম।

করিনার ছবিতে মন্তব্য করেছেন সারা। লিখেছেন, 'সেরা লাঞ্চ'।