By Priyanka Mukherjee
Published 26 Jun, 2024
Hindustan Times
Bangla
অমিতাভ বচ্চনের বউমা হওয়ার কথা ছিল এই খুদের, অভিষেকের সাথে বাগদানও হয়, চিনলেন সুন্দরীকে?
বলিউডের এজলেস বিউটি বলা হয় তাঁকে। ৫০তম জন্মদিন সেলিব্রেট করলেন সোমবার
ফিল্মি পরিবারের মেয়ে, প্রথা ভেঙে অভিনয়ের জগতে আসেন কিশোরীবেলায়। নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী
ছোট থেকেই অভিনয়ের স্বপ্ন ছিল খুদের দু-চোখে। ঠাকুর্দা, বাবা,কাকা-জেঠু সকলে বলিউডের নামী তারকা। অভিনয় তাঁর রক্তে। এতক্ষণে চিনে ফেলেছেন নিশ্চয়?
বয়সে অভিষেকের চেয়ে বড়, কিন্তু এই নায়িকাকে মন দিয়েছেন বচ্চন-পুত্র। দুজনের বাগদানও হয়ে গিয়েছিল
মায়ের কোলে থাকা প্রথম ছবির ওই খুদে আর কেউ নন, অভিষেক বচ্চনে প্রাক্তন প্রেমিকা করিশ্মা কাপুর
রণধীর কাপুর ও ববিতার বড় মেয়ে করিশ্মার সঙ্গে বচ্চন পুত্রের বিয়ের কথা ছিল পাকা
২০০২ সালে বাগদান ভাঙে অভিষেক-করিশ্মার। পরে সঞ্জয় কাপুরকে বিয়ে করেন নায়িকা
সুখের হয়নি সেই বিয়ে। ডিভোর্সের পর দুই সন্তানকে একাই মানুষ করছেন করিশ্মা। আর দাম্পত্য সম্পর্কে জড়াননি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন