By Priyanka Bose
Published Mar 2, 2023

Hindustan Times
Bangla

দূরত্ব ঘুচে আবার বন্ধুত্ব গড়ে উঠেছে সারা আলি খান এবং কার্তিক আরিয়ানের মধ্য়ে

দুই প্রাক্তন সারা এবং কার্তিকের মধ্যে বন্ধুত্ব নতুন করে গড়ে উঠেছে

উদয়পুরে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন কার্তিক-সারা, এর ঠিক একদিন পরেই ইনস্টাগ্রামে পরস্পরকে ফলো করা শুরু করেন দুজনে

ইনস্টাগ্রামে পরস্পরের পোস্টও লাইক করা শুরু করেছেন দুজনে

গুঞ্জন উড়েছিল, 'লাভ আজকাল ২' ছবির শ্যুটিং চলাকালীন পরস্পরকে ডেটিং করা শুরু করেছিলেন কার্তিক-সারা

যদিও পরে একাধিক প্রতিবেদন অনুযায়ী, তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়েছে

ইনস্টাগ্রামেও দীর্ঘ দিন পরস্পরকে আনফলো করেছিলেন তাঁরা।

গত বছর 'কফি উইথ করণে' সারা হাজির হলে করণ নিশ্চিত করেন, অভিনেত্রী কার্তিককে ডেট করেছেন

পরে 'কফি উইথ করণে' কার্তিকও সারার সঙ্গে তাঁর সম্পর্কের করা স্বীকার করে প্রতিক্রিয়া জানিয়েছিলেন

আরও ওয়েব স্টোরিজের জন্য