Hindustan Times
Bangla

কেদারনাথ থেকে লিঙ্গরাজ, মহাদেব দর্শনের জন্য ভারতের সেরা ৭ স্থান কী কী

চলছে শ্রাবণ মাস। এটিকে শিবের মাস হিসেবে মানেন অনেকেই। শিবের জন্য ব্রত রেখে পুজোও দেন। ভারতে কিছু জনপ্রিয় শিবমন্দির  রয়েছে-

কেদারনাথ- উত্তরাখণ্ডের মন্দাকিনী নদীর কাছে অবস্থিত কেদারনাথ ভারতের ১২টি জ্যোতিলিঙ্গের মধ্যে একটি। ভারতের অন্যতম জনপ্রিয় মন্দির এটি।

মহাকালেশ্বর- এই মন্দির শিবের  বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম। মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহরে রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত। এই মন্দিরের শিবলিঙ্গটিকে স্বয়ম্ভু বা শিবের সাক্ষাৎ-মূর্তি মনে করা হয়।

কাশী বিশ্বনাথ- ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির। এটি উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। শিবের বারোটি পবিত্রতম মন্দিরের অন্যতম।

ত্রিম্বকেশ্বর-  ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক শহরের একটি প্রাচীন হিন্দু মন্দির, যা নাসিক শহর থেকে ২৮ কিমি এবং নাসিক রোড থেকে ৪০ কিমি দূরে অবস্থিত ।

অমরনাথ গুহা- একটি হিন্দু তীর্থক্ষেত্র যা ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটি একটি শৈব তীর্থ। এই গুহাটি সমতল থেকে ৩,৮৮৮ মিটার (১২,৭৫৬ ফুট) উঁচুতে অবস্থিত। 

রামনাথস্বামী মন্দির- এই মন্দিরের অধিষ্ঠাতা দেবতা রামনাথস্বামী, দ্বাদশ জ্যোতিওর্লিঙ্গের অন্যতম। এই মন্দির চত্বরে ২২টি কূপ আছে , যার প্রত্যেকটিতে জলের স্বাদ নাকি আলাদা।

লিঙ্গরাজ মন্দির- পূর্ব ভারতীয় রাজ্য উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন মন্দির গুলোর মধ্যে অন্যতম। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির।