Hindustan Times
Bangla

বাড়ির এই স্থানে রাখেন তো কাঁচি! না হলেই বাস্তুতে মহাবিপদ। 

বাস্তু অনুসারে, কাঁচি যদি বাইরে থাকে তবে তা ঘরে নেতিবাচকতা বাড়ায়। 

খোলা জায়গায় কাঁচি রাখলে মানুষের মধ্যে ঝগড়া হতে পারে এবং ভাগ্যও আপনাকে ছেড়ে যেতে পারে। 

ব্যবহারের পর কাঁচিগুলো সবসময় চোখের আড়ালে রাখার ব্যাপারে সতর্ক থাকুন।

কাঁচি কখনোই কাউকে উপহার দেওয়া বা দেওয়া উচিত নয়। 

বাস্তুশাস্ত্র অনুসারে, এটি করলে সম্পর্ক নষ্ট হতে পারে। বিবাদের সৃষ্টি হতে পারে।

 ভুল করেও পুজোর জায়গায় বা শোবার ঘরে কাঁচি রাখা উচিত নয়। 

এই জায়গায় কাঁচি রাখলে মানসিক চাপ তৈরি হতে পারে। জীবনে ইতিবাচকতা কমে যেতে পারে।