Hindustan Times
Bangla

শোওয়ার ঘরে রাখুন এই ৫ গাছ! রাতে ভালো ঘুম হবে, বাড়বে আয়ু

ঘরের ভিতর গাছ লাগালে তা আপনার অন্দরসজ্জায় নিয়ে আসে সজীবতা। সঙ্গে বাতাসের গুণমান উন্নত করতেও সাহায্য করে।  

আপনার শোওয়ার ঘরের জন্য ৫টি উপকারী গাছের খোঁজ রইল-

স্নেক প্ল্যান্ট: স্নেক প্ল্যান্ট থেকে অক্সিজেন নির্গত হয়। যা ঘরের বাতাসকে বিশুদ্ধ রাখে সারারাত।

অ্যালোভেরা: ঘৃতকুমারীর উপকারিতা একাধিক। এই পাতার রস ত্বক থেকে রূপচর্চায় কাজে আসে। অনেকে ওজন কমাতেও খেয়ে থাকেন অ্যালোভেরার রস। এই গাছ রাতের বেলা অক্সিজেন নিঃসরণ করে, ফলে সারারাত ঘরের বাতাস থাকে শুদ্ধ।

স্পাইডার প্ল্যান্ট: নতুন যারা বাগান করছেন তাঁদের জন্য স্পাইডার প্ল্যান্ট আদর্শ। এই গাছও রাতে অক্সিজেন ত্যাগ করে। 

এরিকা পাম: ইনডোর প্ল্যান্ট হিসেবে এরিকা পামও খুব উপকারী। এরা যে শুধু রাতে অক্সিজেন ছাড়ে তা নয়, সঙ্গে বাতাস থেকে ফর্মালডিহাইড এবং বেনজিনও সরিয়ে দেয়। যারা সাইনাসের সমস্যা বা অন্যান্য শ্বাসকষ্টে ভুগছেন তাদের জন্য বিশেষভাবে উপকারী

ফিলোডেন্ড্রন: ফিলোডেনড্রন অক্সিজেন তৈরি করার সময় বাতাসে ফর্মালডিহাইডের মাত্রা কমাতে সাহায্য করে। বাতাস পরিশুদ্ধ রাখতে খুব কার্যকরী।