Hindustan Times
Bangla

বাড়িতে এই ফুলগুলি রাখুন, আর দেখুন কেমন রাতারাতি বদলে যায় সকলের ভাগ্য

কয়েকটি ফুল বাড়িতে রাখলে ভাগ্য বদলে যেতে পারে, এমনই বলছে বাস্তুশাস্ত্র।

কিছু কিছু ফুল বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে। আর তাতেই সৌভাগ্য ফেরে বাড়িতে। 

জেনে নিন, কোন কোন ফুল বাড়িতে রাখবেন।

জুঁই: এই গাছ বাড়িতে লাগালে সদস্যদের মন ভালো থাকে। কাজে উন্নতি হয়। 

চাঁপা: এই ফুল বা ফুলের গাছের সুগন্ধ পরিবেশ পবিত্র করে। বাড়িতে শান্তি আসে। 

গোলাপ: এতে প্রচুর ঔষধি গুণ রয়েছে। এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। পেশাগত জীবনে উন্নতি হয়। 

শিউলি: এই গাছও বাড়িতে শান্তি নিয়ে আসে। নেগেটিভ এনার্জি দূর করে বাড়ি থেকে।

মোগড়া এবং গন্ধরাজ: এই ফুলগুলিও বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে। অর্থকষ্ট দূর হতে পারে এই ফুল বা তার গাছ থাকলে।