Hindustan Times
Bangla

এয়ার কন্ডিশনার চালাবেন? তার আগে এই জিনিসগুলি মাথায় রাখুন।

দেখতে দেখতে বেশ ভালই গরম পড়ে গেল। এবার এসি চালানোর পালা। কিন্তু এসি চালানোর আগে এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখুন।

গরমে AC চালানোর আগে তা অবশ্যই সার্ভিসিং করিয়ে নিন। এসি ঢাকা থাকলেও এই নিয়মের অন্যথা করবেন না। 

AC সার্ভিসিংয়ের সময়ে টেকনিশিয়ানের থেকে জেনে নিন সব ঠিক আছে কিনা। 

বিশেষত গ্যাসের কোনও সমস্যা আছে কিনা তা জেনে রাখুন। 

এয়ার কন্ডিশনার বেশ কয়েক বছরের পুরনো হলে, পাইপলাইন ঠিক আছে কিনা তা দেখে নিন। কোথাও যেন কোনও লিক না থাকে।