চাকরির ইন্টারভিউ দিয়ে বার বার ব্যর্থ হচ্ছেন? মাথায় রাখুন এইসব টিপস
কথাতেই আছে 'পহেলে দর্শনধারী পিছলে গুণবিচারী'। তাই ইতিবাচক ইম্প্রেশন তৈরি করা খুবই প্রয়োজন। আর তার জন্য প্রয়োজন সঠিক পোশাক নির্বাচন।
Photo Credit: Pexels
আপনি যেমন, ঠিক তেমনটাই থাকতে হবে। আপনি যা পরেছেন তা পরে নিজেকে কনফিডেন্স থাকতে হবে।
Photo Credit: Pexels
যেন অতিরিক্ত পারফিউম, আফটার শেভ, মেকআপ বা গহনা পরে যাবেন না।
Photo credit: Unsplash
শ্যাম্পু করে সঠিকভাবে চুল আঁচরে যেতে হবে। সঙ্গে নখও যেন পরিষ্কার থাকে। চকচকে নেইলপলিশ এড়িয়ে চলতে হবে।
Photo credit: Unsplash
এমন জুতো পরবেন না যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না।
Photo credit: Unsplash
খুব সাহসী পোশাক নয় বরং এমন একটা পোশাক নির্বাচন করতে হবে যাতে ব্যক্তিত্ব বজায় থাকে।
Photo Credit: Pexels
ডেনিম বা লেদারের পোশাক পরবেন না
Photo Credit: Pixabay
চোখের দিকে তাকিয়ে কথা বলা খুব গুরুত্বপূর্ণ। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে হালকা করে হাসতে হবে এবং ঝুঁকবেন না। পাশাপাশি কথা বলার সময় যেন আত্মবিশ্বাসী লাগে সেই দিকটাও মাথায় রাখতে হবে।