Hindustan Times
Bangla

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরই মুক্তি পেতে চলেছে দেব অভিনীত খাদান। কয়লাখনি অঞ্চলের কথা উঠে আসবে এই ছবিতে। 

তবে খাদান প্রথম নয়। এর আগেও ভারতে একাধিক ছবি তৈরি হয়েছে কয়লাখনি অঞ্চলে। সেগুলো কোনগুলো? 

সবার আগে বলা যাক ১৯৭৯ সালে মুক্তি পাওয়া কালা পাত্থর ছবিটির কথা। কয়লাখনির শ্রমিকদের কথা উঠে এসেছিল ছবিটিতে। 

অনুরাগ কাশ্যপ পরিচালিত গ্যাংস অব ওয়াসিপুর ছবিটিতেও কয়লাখনি অঞ্চলের কথা ধরা পড়েছে। ধানবাদ অঞ্চলের মাফিয়াদের কথা বলেছে ছবি। 

কয়লাখনি অঞ্চলের শ্রমিকদের আর্থ সামাজিক পরিস্থিতির গল্প বলেছিল কোয়েলাঞ্চল। 

কয়লাখনির শ্রমিকদের নিয়ে তৈরি হয়েছিল পাত্থর অউর ফুল। 

ঝাড়খণ্ড অঞ্চলের কয়লা মাফিয়াদের গল্প বলেছিল ব্ল্যাক ডায়মন্ড। 

ডকুমেন্টারি স্টাইলে বানানো ছবি কোল ইন্ডিয়া তৈরি হয়েছিল ২০১৫ সালে। 

শূল ছবিটির বিষয়বস্তু ছিল কয়লাখনি। বিহার অঞ্চলে কয়লা মাফিয়াদের দাপট নিয়ে কথা বলেছিল ছবিটি।