Hindustan Times
Bangla

রানা প্রতাপের ঘোড়ার নাম সকলেই জানেন, তাঁর সাহসী হাতির নাম জানেন কি

মহারানা প্রতাপের বীরত্ব কম-বেশি অনেকেরই জানা। মহান যোদ্ধাদের মধ্যে ধরা হয় তাঁকে।

মহারানা প্রতাপের সাহসিকতা নিয়ে যত-না  আলোচনা হয়, তাঁর বর্শা, তরোয়াল, ঘোড়া এবং হাতি নিয়েও চর্চা হয়।

রানা প্রতাপের ঘোড়া চেতকের বীরত্বের গল্প অনেকেই শুনেছেন। দীর্ঘ দিন রানা প্রতাপের সঙ্গে ছিল সে।

তবে মহারানা প্রতাপের হাতির কথা খুব কম মানুষই জানেন। চলুন তাঁর বিষয় জেনে নেওয়া যাক।

মহারানা প্রতাপের হাতির নাম ছিল 'রামপ্রসাদ'। মালিক-ভক্ত হিসেবে বিশেষ পরিচিত ছিল সে।

মহারানা প্রতাপের হাতি রামপ্রসাদকে রাজকীয় সিসোদিয়া বংশের দ্বারা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

হলদিঘাটির যুদ্ধের রানা প্রতাপের হাতির বিশেষ অবদান ছিল। সেই যুদ্ধে রামপ্রসাদ একাই ১৩টি হাতি মেরেছিল বলে জানা যায়। 

১৫৭৬ সালে মেওয়ারের শাসক মহারানা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে হলদি ঘাটির যুদ্ধ হয়েছিল।