Hindustan Times
Bangla

রান্নাঘরের তেলচিটে জানালা ঝকঝকে করে এই মিশ্রণ, অল্পতেই দারুণ ফল

রান্না করতে করতে ঘরের দেওয়াল ও জানালায় তেল জমে। এই তেল নিয়মিত পরিষ্কার করা জরুরি। 

রান্নাঘরের তৈলাক্ত জানালা পরিষ্কার করা বেশ মুশকিল‌। এগুলি বেশ চিটচিটে হয়। চলুন জেনে নিই, কীভাবে খুব সহজে পরিষ্কার করবেন জানালা।

প্রথমে হালকা ভিজে কাপড় দিয়ে ধুলো আর ময়লা পরিষ্কার করে নিতে হবে। 

এবারে একটি প্যানে জলের মধ্যে দুই চামচ ডিটারজেন্ট ও এক চামচ ভিনিগার মেশান। জলটি ভালো করে ফুটিয়ে নিন।

সেই জল দিয়ে জানালায় লাগানো নেট আর লোহার রডগুলি এক এক করে পরিষ্কার করুন। 

ঠিকভাবে পরিষ্কার করতে একটি স্ক্রাবারের মধ্যে ঢেলে নিন। এতে দ্রুত পরিষ্কার করতে পারবেন। 

খুব কড়া দাগ হলে ওই মিশ্রণে এক কাপ অ্যামোনিয়া মিশিয়ে নিন। অ্যামোনিয়া দিয়ে পরিষ্কারের আগে হাতে অবশ্যই গ্লাভস পরুন। 

নিয়ম করে পরিষ্কার করলে দাগ খুব কড়া হয় না। তাই মাসে দুবার করে পরিষ্কার রাখুন রান্নাঘরের জানালা‌।