By Priyanka Mukherjee
Published 23 Jan, 2023

Hindustan Times
Bangla

আথিয়ার প্রেমে ক্লিন বোল্ড রাহুল

চার হাত এক হল রাহুল-আথিয়ার

আথিয়ার হাত ধরে জীবনের সবচেয়ে সুন্দর ইনিংস শুরু রাহুলের

বিয়ে শেষে বরের উদ্দেশে আথিয়ার বার্তা,'তোমার আলোয় আমি ভালোবাসতে শিখলাম'

পড়ন্ত সূর্যের আলোকে সাক্ষী রেখে আরও কাছাকাছি নবদম্পতি

বিয়ে মিটতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন রাহুল-আথিয়া

২০১৯ সালে মন দেওয়া-নেওয়ার পর্ব সেরেছিলেন জুটি

সোমবার সেই প্রেম কাহিনির 'মধুরেন সমাপয়েৎ'