Hindustan Times
Bangla

ওপেনার হিসেবে IPL-এ ৪০০০ রান, গেইল-কোহলির সঙ্গে এলিট লিস্টে রাহুল, দেখুন তালিকা

ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ওপেনার হিসেবে ৪০০০ রানের মাইলস্টোন টপকেছেন কারা, দেখে নিন তালিকা।

লোকেশ রাহুল পঞ্চম ওপেনার হিসেবে আইপিএলে ৪০০০ রানের মাইলস্টোন টপকান।

শিখর ধাওয়ান আইপিএলের ২০২টি ইনিংসে ওপেন করে ৬৩৬২ রান সংগ্রহ করেছেন।

ডেভিড ওয়ার্নার আইপিএলের ১৬২টি ইনিংসে ওপেন করে ৫৯০৯ রান সংগ্রহ করেছেন।

ক্রিস গেইল আইপিএলের ১২২টি ইনিংসে ওপেন করে ৪৪৮০ রান সংগ্রহ করেছেন।

বিরাট কোহলি আইপিএলের ১০৭টি ইনিংসে ওপেন করে ৪০৪১ রান সংগ্রহ করেছেন।

লোকেশ রাহুল আইপিএলের ৯৪টি ইনিংসে ওপেন করে ৪০৪১ রান সংগ্রহ করেছেন।

ইনিংসের নিরিখে আইপিএলের দ্রুততম ওপেনার হিসেবে ৪০০০ রানের গণ্ডি টপকান রাহুল।

শনিবার রাজস্থানের বিরুদ্ধে ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ওপেনার হিসেবে আইপিএলে ৪০০০ রান পূর্ণ করেন লোকেশ।