Hindustan Times
Bangla

রামলালাকে দেখতে অযোধ্যা যাচ্ছেন? জানুন মন্দির খোলা, সন্ধ্যারতি ও শৃঙ্গারের সময়

সোমবার ২২ জানুয়ারি রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হয়েছে রামলালার। এবার সাধারণ মানুষও করতে পারবেন দর্শন।

আপনিও যদি রামলালাকে চাক্ষুষ করতে চান, তাহলে জেনে নিন কখন গেলে খোলা পাবেন রাম মন্দির।

অযোধ্যার রাম মন্দির প্রতিদিন সকাল ৭টা থেকে সাড়ে ১১টা অবধি খোলা থাকবে। দর্শন করা যাবে রামলালার।

এরপর দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দির দর্শন করা যাবে। 

রামলালার শৃঙ্গার আরতি হবে সকাল সাড়ে ৬টায়। যার জন্য বুকিং করতে হবে একদিন আগে। 

সন্ধে সাড়ে ৭টায় হবে রামলালার আরতি। এটির বুকিং দিনের দিনই করা যাবে।

তবে আরতিতে অংশ নিতে পরিচয়পত্র নিয়ে যেতে হবে জন্মভূমি ক্যাম্প অফিসে। সেখানেই হবে বুকিং।

ট্রাস্টের বুকিং নেওয়া পুরোপুরিই নির্ভর করবে, কতগুলি বুকিং ইতিমধ্যেই হয়েছে তার উপর।