Hindustan Times
Bangla

জন্মের সময় একটি শিশুর ওজন কত হওয়া উচিত জানেন?

মা হওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলির মধ্যে একটি। সন্তান জন্ম দেওয়ার পর মায়ের সমস্ত মনযোগ থাকে শিশুর যত্নের দিকে।

প্রত্যেক বাবা-মা চায় সন্তান জন্মের পর যেন সুস্থ এবং ফিট থাকে। অস্বাস্থ্যকর সন্তান নিয়ে চিন্তা থাকে তাঁদের মধ্যে।

জন্মের সময় শিশুর ওজনই বলে দেয়, জন্ম নেওয়া শিশুটি সুস্থ নাকি অপুষ্টিকর।

জন্মের সময় একটি শিশুর ওজন ঠিক কত হওয়া উচিত?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুর জন্মের পর ওজন ২.৫ কেজির কম হলে তাদের ওজন কম বলে শ্রেণিবদ্ধ করা হয়। 

যেসব শিশুর ওজন জন্মের সময় ১.৫ কেজির কম, তাঁদের খুব কম ওজন বলে অভিহিত করা হয়। আর যাদের ওজন ১ কেজির কম তাদের অত্যন্ত কম জন্ম ওজন বলে অভিহিত করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে, একটি সুস্থ মেয়ের জন্মের গড় ওজন ৩.২ কেজি হওয়া উচিত। যেখানে একটি শিশুর জন্মের ওজন ৩.৩ কেজি হওয়া উচিত।

জন্মের পর তরল নির্গত হওয়ার কারণে শিশুর ওজন কমতে শুরু করে। এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। 

জন্মের পর প্রথম মাসে কন্যা সন্তানের ওজন ৪.২ কেজি এবং পুত্র সন্তানের ওজন ৪.৫ কেজি হওয়া উচিত।

সাধারণ তথ্যের ভিত্তিতে এই খবর। কোনও নির্দিষ্ট তথ্যের জন্য উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ নিন।