Hindustan Times
Bangla

কলাপাতার বহু গুণ, কী কী উপকার পেতে পারেন, ভাবতেও পারবেন না

জ্বালা-পোড়া বা ক্ষত নিরমায়ে সাহায্য করে কলা পাতা। এই উপাদান অত্যন্ত ঠান্ডা যাতে ক্ষত স্থান দ্রুত নিরাময় হয়।

কলা পাতা পুড়িয়ে মধু দিয়ে খেলে হেঁচকির সমস্যা দূর হয়। যদিও এই বিষয়ে কোনও বৈজ্ঞানিক মত নেই।

এতে প্রচুর লিগনিন রয়েছে যা সূর্যের কারণে ক্ষতিগ্রস্থ ত্বককে সুস্থ রাখে।

কলা পাতা ভালো হজম করাতে পারে। কলা পাতা পুড়িয়ে তার ছাই জল দিয়ে খেলে হজমের সমস্যা দূর হয়। 

এতে রয়েছে রুটিন যা ডায়াবিটিস নিরাময়ে সাহায্য করে তাই ডায়াবিটিসে উপকারী কলা পাতা।

এতে পলিফেনলস রয়েছে যা ক্যানসার নিয়ন্ত্রণে সহায়তা করে।