Hindustan Times
Bangla

থানকুনিতেই দূর হবে  স্ট্রেচ মার্কস! আর কী উপকার আছে এই পাতাতে?

প্রাচিন কাল থেকে বহু রোগের চিকিৎসায় এই পাতা ব্যবহৃত হয়।

ত্বক ও চুলের জন্য ভীষণ উপাকারী থানকুনি

কোলাজেনের বৃ্ধি ঘটায় তাই ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

দাগ-ছোপ দূর করতে ভীষণ সাহায্য করে।

স্ট্রেচ মার্কস বা অন্যান্য দাগ দূর করতেও সাহায্য করে থানকুনি।

চুল মজবুত করে ও ঝরে পড়া বন্ধ করে।