Hindustan Times
Bangla

অম্বলের ভয়ে খান না?  শ্বাসকষ্ট তো হবেই না, সরষে খেলে আর কী কী উপকার হবে জেনে নিন

রোজ সর্ষে খেলে মেটাবলিজম বাড়ে

হজম ক্ষমতা ভালো হয়

রিউম্যাটরয়েড অর্থরাইটিসের মহৌষধ

ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে সহায়ক

অ্যাজমা নিরাময় করে

গলা ব্যথা ও ব্রঙ্কাইটিস নিরাময়ে সহায়ক