By
Published 19 Feb, 2024
Hindustan Times
Bangla
চন্দনের উপকারিতা অঢেল! এর গুণ জানলে অবাক হবেন
ত্বকের পোর পরিষ্কার করতে অত্যন্ত সাহায্য করে চন্দন।
এ ছাড়াও ব্রণ নিরাময় করতেও অত্যন্ত সাহায্য করে চন্দন।
কোথাও ব্যথা লাগালে রক্ত জমে গেলে চন্দন ব্যবহার করতে পারেন। এতে ব্যথা বেদনা কমে।
যেকোনও সমস্যা দূর করতে সাহায্য করে চন্দন। ত্বকের মারাত্মক সমস্যাতে উপকারী এই উপাদান।
গায়ের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে চন্দন। চন্দনে থাকা উপাদান দুর্গন্ধ দূর করতে ভীষণ সাহায্য করে।
যেকোনও ক্ষত নিরাময়ে সাহায্য করে চন্দন। কোথাও কাটা, ছেঁড়া হলে চন্দন ব্যবহারে ভীষণ উপকার পাওয়া যায়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন