By
Published 7 Jan, 2024
Hindustan Times
Bangla শীতে চা খেলেই ম্যাজিক
এই গরম পানীয় শীতে পান করলে শরীর গরম থাকে এবং আরাম বোধ হয়।
চায়ে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে যা ইমিউনিটি বাড়ায় ও শীত কালীন রোগ থেকে মু্ক্তি দিতে পারে।
শরীর হাইড্রেটেড রাখতেও সহায়তা করে এই পানীয়
মানসিক চাপ থেকে মুক্তি অত্যন্ত সাহায্য করে চা। চা স্ট্রেস কমাতে ভীষণ উপকারী।
ক্লিক করুন