By
Published 18 Feb, 2024
Hindustan Times
Bangla
মহৌষধ এই পাতার উপকারিতা অঢেল!
সর্দি-কাশি নিরাময় করতে আজও তুলসী পাতার প্রচলন রয়েছে।
এই পাতার উপকারে দূর হয়ে যায় হাজার রোগ ব্যধি। তবে এর রয়েছে আরও কিছু গুণাগুণ, আসুন জেনে নেওয়া যাক তুলসী পাতা খেলে কী কী হয়
ইমিউনিটি বাড়াতে অত্যন্ত সাহায্য করে তুলসী। নিয়মিত তুলসী খেলে যেকোনও রোগ ব্যধি দূর হয়।
রক্তচাপ কমাতেও অত্যন্ত উপকারী তুলসী পাতা। নিয়মিত খেলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।
এতে রয়েছে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি । এই উাপদান নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি কমে।
হার্ট ভালো রাখতে সাহায্য করে তুলসী। এর নিয়মিত ব্যবহারে হার্টের ক্ষমতা বাড়ে ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন