Hindustan Times
Bangla

সাদা চা কী? কতটা উপকারী পানীয় এটি

এক কাপ ছাড়া ঘুম ভাঙে না এমন অনেকেই আছেন।

এক্ষেত্রে লাল চা , দুধ চায়ের কথা অনেকেই শুনেছেন কিন্তু সাদা চায়ের কথা কি কেউ শুনেছেন?

শরীরের জন্য ভীষণ উপকারী এই চা।

ওজন কমাতে সাহায্য করে সাদা চা।

ত্বকের উজ্জ্বলতা বৃ্দ্ধিতে সহায়তা করে।

কিন্তু কীভাবে বানাবেন এই চা? সাদা চা ক্যামেলিয়া সিন্থেসিস  নামের ফুল দিয়ে বানানো হয়।