Hindustan Times
Bangla

কীভাবে পরিষ্কার করবেন ঘরের মেঝে?

ঘর মোছার জলে ভিনিগার মিশিয়ে মুছুন।

সামান্য শ্যাম্পু মেশাতে পারেন।

ঘরের মেঝেতে বেকিং সোডা দিতে পারেন। এতে চকচক করে ঘরের মেঝে।

গরম জলে সামান্য সার্ফ দিয়ে মপ করুন । এতে ঝকঝকে হয় ঘরের মেঝে।

জলে লেবুর রস মিশিয়ে মপ করুন,  এতে নিমেষে চকচকে হয় মেঝে।

একবার মেঝে মুছে নেওয়ার পরে আরও একবার একটা শুকনো কাপর দিয়ে মেঝে মুছে নিন। এতে মেঝে আরও ঝকঝকে হবে।