By
Published 14 Jun, 2024
Hindustan Times
Bangla
রোগমুক্ত রাখবে এক কাপ চা! এর গুণাগুণে ওষুধও হার মানায়
লাল চায়ে রয়েছে ট্যানিন যা ফ্লু বা সর্দি-কাশি থেকে দূরে রাখে।
অন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে লাল চা। মূলত ট্যানিনের কারণেই প্রদাহ কমে।
এতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা হার্ট ভালো রাখতে সাহায্য করে।
চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মুখের ক্যানসার প্রতিরোধ করে।
লাল চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রেক্টাল, জরায়ুর ক্যানসার, ফুসফুস ও ব্লাডার ক্যানসার প্রতিরোধ করে
লাল চা রক্তের পরিবহনকে উন্নত করে ফলে মনযোগ বাড়ে ও মস্তিষ্ক সুস্থ থাকে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন