By
Published 17 Feb, 2024
Hindustan Times
Bangla
রিঙ্কেল ফ্রি ত্বক মিলবে নিমেষে! কী করবেন জানুন...
মুলতানি মাটির প্যাক মুখে রেখে দিন। এই প্যাক মুখে মেখে রাখলে সহজে রিঙ্কেল দূর হয়।
এ ছাড়া মুখে ডাবের জল লাগাতে পারেন। ত্বকে জেল্লা আনতে ভীষণ সাহায্য করে ডাবের জল।
সারা রাত চায়ের লিকার জলে ভিজিয়ে সেই লিকার মুখে মেখে রাখুন। এতে চট করে চামড়ায় ভাঁজ পড়বে না।
চামড়ার ভাঁজ দূর করতে বেশি করে জল পান করুন। জল পান করলে শরীর হাইড্রেটেড থাকে এবং চামড়ায় ভাঁজ পড়ে না সহজে।
৩০-এর পরে নাইট ক্রিম মেখে রাখুন। এতে ত্বকে ভাঁজ পড়ে না।
অ্যালোভেরা জেল ব্যবহার করুন। অ্যালোভেরা জেল মাখলে ত্বকে ভাঁজ পড়ে না।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন