Hindustan Times
Bangla

শীতের শুষ্কতাতেও পা মোলায়েম রাখতে কী করবেন?

গরম জলে পা ডুবিয়ে রাখুন। পারলে সামান্য শ্যাম্পু দিন জলে।

পা মশ্চারাইজ করুন। ভেসলিন মাখতে পারেন এতে পা মোলায়েম থাকে।

নিয়মিত নখ কাটুন। নখে নেল পলিশ ব্যবহার করুন এতে নখ নষ্ট হয়ে যায়।

বেশিরভাগ সময় পায়ে চপ্পল পরে থাকতে হবে।