Hindustan Times
Bangla

জওয়ানের জন্য বউয়ের থেকে ১০০ কোটি টাকা  নিয়েছেন শাহরুখ! বাকিরা কে কত কোটি পেলেন?

বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করেছে পাঠান, এক ধাক্কায় পারিশ্রমিক দ্বিগুণ করেছেন শাহরুখ!

একটি ছবির জন্য আগে ৫০ থেকে ৬০ কোটি নিতেন বাদশা। খবর জওয়ান-এর জন্য ১০০ কোটি টাকা নিচ্ছেন শাহরুখ

খবর, ছবির লভ্যাংশ থেকেও ভাগ পাবেন শাহরখ খান! 

এই ছবির প্রযোজনার দায়িত্বে আছে শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেনমেন্ট

এই ছবিতে শাহরুখের নায়িকা নয়নতারা। শাহরুখের পারিশ্রমিকের ১০ ভাগের এক ভাগ পেয়েছেন অভিনেত্রী অর্থাৎ ১০ কোটি টাকা

জওয়ান-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেই নয়নতারার চেয়ে বেশি টাকা দর হেঁকেছেন দীপিকা। তাঁর পারিশ্রমিক ১৫-৩০ কোটি টাকা

ভিলেন কালী অর্থাৎ বিজয় সেতুপতি এই ছবির জন্য ২১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন

চেন্নাই এক্সপ্রেসে নেচেই কেরিয়ারে সাফল্য আসে প্রিয়মণির, শাহরুখের এই ছবির জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন দক্ষিণী সুন্দরী

জওয়ান-এর অন্যতম তুরুপের তাস সানিয়া মালহোত্রা। এই ছবির জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি, এমনটাই খবর।