By Priyanka Mukherjee
Published 25 Mar, 2024
Hindustan Times
Bangla
ছেলের সঙ্গে দোলে রঙিন কোয়েল! কত বড় হল কবীর? দেখা নেই নিসপালের!
রঙের উৎসবে মাতোয়ারা টলিউড। দোলের দিনের বেশ কিছু ছবি নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক
হলুদ টপ আর জিনস পরে ছেলে কবীরকে নিয়ে জমিয়ে দোল খেললেন কোয়েল। তবে ক্যামেরার সামনে দেখা মিলল না রানের!
এদিন ছোট্ট কবীরের গালে আবির মাখালেন কোয়েল, সঙ্গী তাঁর মা। নীল রঙে হাফ প্যান্ট আর গেঞ্জিতে মিষ্টি লাগছে কবীরকে!
কবীর আর ছোট নেই! দু-মাস পরেই চার পূর্ণ করবে কোয়েল পুত্র! এদিন বেলুন নিয়ে ছেলের দিকে তেড়ে গেলেন কোয়েল
কবীর আর তাঁর বন্ধুদের সঙ্গে এদিন কোয়েলও যেন নিজের মেয়েবেলায় ফিরলেন
ছেলের সঙ্গে জমজমাট কোয়েলের দোল পূর্ণিমা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন