Hindustan Times
Bangla

পশ্চিমবঙ্গের  সঙ্গে বাণিজ্যিক বন্ধন সুদৃঢ় করতে কলকাতা সফরে এলেন ব্রিটিশ  বৈদেশিক বাণিজ্য মন্ত্রী নাইজেল হাডেলস্টোন

আইটিসি গোষ্ঠীর কর্ণধার সঞ্জীব পুরী ও RPSG গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন তাঁকে নিউ টাউনের ইকো পার্ক ঘুরে দেখান। সেখানে ইলেক্ট্রিক স্কুটার চালান নাইজেল।

নাইজেল জানিয়েছেন, ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছি আমরা

গত বছর ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য ৩৬০০ কোটি পাউন্ড ছাড়িয়েছে, যার ফলে ২ দেশে প্রায় ৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে, জানান ব্রিটিশ বৈদেশিক বাণিজ্য মন্ত্রী 

সফরে নবায়নযোগ্য শক্তির ব্য়বহারের ওপর জোর দিয়েছেন নাইজেল। জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে যৌথ উদ্যোগে দূষণহীন পরিবণের দিকে এগোবে ২ দেশ। 

প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে সাক্ষাত করেন নাইজেল। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি।