Hindustan Times
Bangla

সম্প্রতি বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায় বেড়াতে গিয়েছিলেন। তাঁদের সেই তানজানিয়া ট্রিপের একাধিক ছবি, ভিডিয়ো মাঝে মধ্যেই পোস্ট করেছেন অভিনেত্রী। এবার দেখালেন জিরাফদের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি। 

এদিন কৌশানির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি এবং বনি একটি বিস্তীর্ণ মাঠে বসে, দূরে টিলা দেখা যাচ্ছে। তাঁদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে অনেক জিরাফ। 

কখনও সেই জিরাফগুলিকে তাঁরা আদর করছেন। কখনও আবার খাইয়ে দিচ্ছেন নিজের হাতে। 

জিরাফদের সঙ্গে সেখানে তাঁদের ওই জায়গাটি ঘুরেও দেখতে দেখা যায়। 

কৌশানি এদিন এই ছবি পোস্ট করে লেখেন, 'বন্যদের মধ্যে সময় কাটানোর অভিজ্ঞতা ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়।' 

তিনি আরও লেখেন, 'ওদের চুমু খাওয়া, ওদের থুতুতে স্নান করা, ওদের ডাকা, ওদের সঙ্গে ছবি তোলা মনে থাকবে।' 

কেবল জিরাফ নয়, তাঁদের জেব্রাদের সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে।