Hindustan Times
Bangla

মালিঙ্গার স্ত্রীকে চেনেন? কীভাবে পরিচয় হয়েছিল দম্পতির

প্রাক্তন শ্রীলঙ্কা ক্রিকেটার এবং বোলার লাসিথ মালিঙ্গা। ২০১১ সালের ২২শে এপ্রিল তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন।

মালিঙ্গার সুন্দরী স্ত্রীকে চেনেন?

মালিঙ্গার স্ত্রীর নাম তানিয়া মিনোলি পেরেরা। দম্পতির দুই সন্তান রয়েছে।

২০০৯ সালে প্রথম পরিচয় হয় মালিঙ্গা এবং তানিয়ার, এক বিজ্ঞাপনের শ্যুটিং চলাকালীন।

সেই শ্যুটিংয়ের ব্য়বস্থাপনা করেছিলেন তানিয়া। এখান থেকেই দুজনেই কথাবার্তা শুরু হয়।

তানিয়া জানান, এক হোটেলে তাঁদের প্রথম পরিচয়। যদিও সেই মিটিং বেশিক্ষণ স্থায়ী হয়নি। 

প্রথম দেখাতেই তানিয়ার প্রেমে পড়ে যান মালিঙ্গা। একই সঙ্গে মালিঙ্গাও তানিয়াকে পছন্দ করতে শুরু করে। 

এক বছর ডেটিং করার পর তানিয়াকে বিয়ের প্রস্তাব দেন মালিঙ্গা। ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

শ্রীলাঙ্গার গালেতে বিলাসবহুল বাড়িতে স্ত্রী, দুই সন্তান এবং পরিবারের সঙ্গে থাকেন মালিঙ্গা।