Hindustan Times
Bangla

লেবুর রস মাখলে কি ফরসা হওয়া যায়?

ট্যান তোলা থেকে ফরসা হওয়া, ইন্টারনেটে সার্চ করলে প্রথমেই যে টোটকা আপনি পাবেন তা হল লেবুর রস। 

মুখে লেবুর রস লাগানোর পরামর্শ অনেকেই দিয়ে থাকেন। চলুন জেনে নেই উপকারী আর অপকারী দিকগুলি-

লেবুতে থাকা ভিটামিন সি অ্যান্টি-অক্সিডেন্টের কাজ করে। যা ত্বককে বুড়িয়ে যেতে দেয় না।

লেবুর রসে থাকা অ্যান্টি-ফাংগাল উপাদান তো ভীষণ গুরুত্বপূর্ণ।

লেবুতে থাকা অ্যাসিডিক উপাদান দাগ দূর করে। বিশেষ করে যদি ট্যান থাকে।

যাদের ত্বক সেনসেটিভ তাঁদের জন্য সাইট্রিক অ্যাসিড থেকে ত্বকে চুলকুনি, শুষ্ক হয়ে যাওয়া, পিগমেন্টেশনের মতো সমস্যা তৈরি হতে পারে।

লেবুর রস সরাসরি ত্বকে দেওয়া চলবে না। বরং যতটা লেবুর রস নেবেন ঠিক ততটাই জল দিন।

মুখের ত্বক শরীরের অন্য অংশের তুলনায় বেশি সেনসেটিভ হয়। সেক্ষেত্রে প্যাচ টেস্ট করে নিন।

১০-১৫ মিনিটের বেশি লেবুর রস না মেখে রাখাই ভালো। 

মুখ ধুয়ে অবশ্যই ময়েশ্চারাইজার মাখতে হবে। কারণ লেবুর রস ত্বককে ড্রাই করে দেয়।